মানুষ সম্পর্ক লুকোতে পারে, প্রিয়জনের নাম লুকিয়ে রাখতে পারে কিন্তু আবেগগুলো লুকোতে পারে না। মানুষ রাগ, ক্ষোভ, অপমান লুকোতে পারে, কিন্তু অভিযোগ লুকাতে পারে না। মানুষ ভেঙে পড়লেও চুপ থাকতে পারে, কিন্তু তার দুই চোখ বলে দেয় তার একটা আশ্রয়ের দরকার প্রচন্ড, একটা কোলের দরকার। মানুষ কান্না, দুঃখ, যন্ত্রণা, চিৎকার লুকোতে পারে, কিন্তু গভীর অভিমান লুকাতে পারে না। মানুষ কাছের মানুষকে সবার আড়ালে সরিয়ে রাখতে পারে, কিন্তু কাছের মানুষটাকে হারিয়ে ফেলার ভয় লুকোতে পারে না। মানুষ তীব্র রোদেও হেঁটে যেতে পারে, তবুও তার দীর্ঘশ্বাস বলে তার একটা ছায়ার দরকার। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পারে কিন্তু ভালোবাসায় পড়লে তার অনুভূতিগুলোকে লুকোতে পারে না, আয়নায় নিজেকে দেখলেই বুঝতে পারে, সে কাউকে ভীষণ ভালোবেসে ফেলেছে।