চইলা যাওয়া অত্ত সোজা না!
তাকদ লাগে,
মাইনসে বলে ভীতু,
আমি বলি সৎ।
বুকের খাঁচা ভাংতে বল লাগে,
শরীর দিয়া না,
মন দিয়া।
চইলা যাওয়া অত্ত সোজা না!
মগজের ভিতর পাক খায়া উঠে
রঙিন সুতার জাল,
তার জট খুইলা চোখ মেলা!
চইলা যাওয়া অত্ত সোজা না!
ব্যাবাক প্রশ্নের সিধা উত্তর জানা লাগে,
নিজের ভেতর
নিজেরে দিয়া।
চইলা যাওয়া অত্ত সোজা না!
টানে টানে দৌড়ায় গানের পাল,
পা থেইকা মাথা
মাথা থেইকা মগজ।
চইলা যাওয়া,
অত্ত সোজা?