Posts

নিউজ

পলিটিকাল ফিকশনের জন্য অরওয়েল প্রাইজ জিতেছেন হিশাম মাতার

July 2, 2024

নিউজ ফ্যাক্টরি

চলতি বছরে পলিটিকাল ফিকশনের জন্য অরওয়েল প্রাইজ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ব্রিটিশ-লিবিয়ান লেখক হিশাম মাতার। ২৭ জুন লন্ডনের কনওয়ে হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

‘মাই ফ্রেন্ডস’ উপন্যাসের জন্য মাতার এই পুরস্কার পান। উপন্যাসটি ২০২৪ সালে জানুয়ারিতে প্রকাশিত হয়। এটি লেখকের তৃতীয় উপন্যাস। এই বইতে লন্ডনে নির্বাসিত তিন জন লিবিয়ানের গল্প বলা হয়েছে। 

এদিকে নন ফিকশন ক্যাটাগরিতে অরওয়েল প্রাইজ জিতেছেন ম্যাথিউ লংগো। তিনি তার লেখা বই ‘দ্য পিকনিক’ এর জন্য এই পুরস্কার পান। 

পুরস্কার হিসেবে মাতার এবং লংগো প্রত্যেকেই ৩ হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন।

উল্লেখ্য, অরওয়েল প্রাইজ যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাজনৈতিক সাহিত্য বিষয়ক পুরস্কার। ব্রিটিশ রাজনৈতিক তাত্ত্বিক স্যার বার্নার্ড ক্রিক বিখ্যাত লেখক জর্জ অরওয়েলের স্মরণে ১৯৯৩ সালে এই পুরস্কারটি চালু করেন। প্রতি বছর পলিটিকাল ফিকশন,সাংবাদিকতাসহ ৪টি বিভাগে অরওয়েল প্রাইজ দেওয়া হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান     

Comments

    Please login to post comment. Login