Posts

কবিতা

কবিতা

July 3, 2024

এন. আর. ইউসুফ

81
View

যদি তোমার কখনও 

মনে পড়ে আমাকে 

তখন তুমি খুঁজো আমাই

ঐ দূর আকাশে 

আমি থাকব তখন 

আকাশের কোনো এক কোণে 

হাজার তারার মাঝে 

একটি তারা হয়ে।

দেখবে তুমি

চেয়ে আকাশ পাণে

মিটমিট করে জ্বলছি আমি

 ঐ ভরা আকাশে।

ছুটে চলে আসতে চাইবো

তোমার টানে,

যদি তুমি ডাকো আমাই

কোনো এক পূর্ণিমার রাতে।

এখন তুমি 

গল্প করো তারাদের সাথে

যারা তোমার অতি আপণ

 এই পৃথিবীতে,

তাদের পেয়ে ভুলে যেও না আমাকে।

হঠাৎ পড়লে মনে

হাজার তারার ভেতর থেকে  

খুঁজে নিও আমাকে 

Comments