কখনও তাকে বিশ্বাস করবেন না, যে মানুষটা আপনাকে মুখে বলে আপনাকে সে ভীষণ ভালোবাসে কিন্তু তার কাজে ও এ্যাকশনে সে বুঝাতে ব্যার্থ হয়। সত্যিকার অর্থে ভালোবাসা তার আপন রাস্তা নিজেই তৈরী করে নেয়। যে মানুষটা আপনাকে ভালোবাসে সে ঘুম ভেঙ্গেই আপনাকে মনে করবে এবং ফোন হাতে পেয়ে সবার প্রথম আপনাকেই খোঁজবে। সে না চাইলেও তার প্রকৃত ভালবাসা তাকে সেটা করতে বাধ্য করবে। এমন কারো জন্য অপেক্ষা করুন, যে মানুষটা আপনাকে সম্মান করবে, আপনার জন্য তার মায়া উপচে পরবে। যে মানুষটা তার হৃদয়টা জমা রাখবে কখনও আপনি যে বিষয় নিয়ে কমফোর্ট ফিল না করলে সে তখন সেই বিষয়টা ইগনোর করবে। আপনার কাছে কোন গোপনত্ব রাখবে না। ভালোবাসার এক অদ্ভূত সুন্দর অনুভূতি, এ অনুভূতি কখনও লুকানো যায় না। আপনি তার চোখেই সে অনুভূতি খুঁজে পাবেনই। একটা ছেলে যখন ভালোবাসে তার সময়, টাকা ও সততা মেয়েটির জন্য খরচ করে আর একটা মেয়ে যখন ভালোবাসে তখন সে তার মায়া, মমতা ও সততা এবং প্রেম দিয়ে আগলে রাখে।