ফিরেছি রংধনু হতে প্রজাপতি হয়ে
এই উত্তপ্ত বাগানে কিঞ্চিৎ মৌ আহরণে
পিপাসিত এ শিরা কুয়োর জঠরে জন্ম নেয়
আর নৈসর্গিক উদয়োন্মুখ এ গ্রীস্ম সাঁতরায়
মরুকূলে মূর্ছা যাওয়া কালো মেঘের বজ্রযান
সতেজ হয় বালুচরের নুয়ে যাওয়া স্তনে
কূলের উপকূলে নেই কোনো কুল; হৃত কূলে শ্বাস
হারাতে থাকে অস্তিত্বের শেকড় এ অপ্রাকৃতিক রূপে
© আদীব আল-ফাতেহ
২২শে এপ্রিল, ২০২৪
চট্টগ্রাম।
এই উত্তপ্ত বাগানে কিঞ্চিৎ মৌ আহরণে
পিপাসিত এ শিরা কুয়োর জঠরে জন্ম নেয়
আর নৈসর্গিক উদয়োন্মুখ এ গ্রীস্ম সাঁতরায়
মরুকূলে মূর্ছা যাওয়া কালো মেঘের বজ্রযান
সতেজ হয় বালুচরের নুয়ে যাওয়া স্তনে
কূলের উপকূলে নেই কোনো কুল; হৃত কূলে শ্বাস
হারাতে থাকে অস্তিত্বের শেকড় এ অপ্রাকৃতিক রূপে
© আদীব আল-ফাতেহ
২২শে এপ্রিল, ২০২৪
চট্টগ্রাম।