Posts

পোস্ট

সময়ের যথাযথ মূল্যায়ন

July 3, 2024

Madhab Debnath

78
View

Time is an essential thing that waits for no one. The standard of precious time is the same for every human being. A twenty-four-hour day that applies to both a successful and a failed person is a typical regular chapter of each day. Only due to the lack of proper importance in proper time management, do people end up in failure, and through the proper evaluation of that time, people reach the highest peak of success.

I will share a tip for time management with all of you today, which may be known to many, but I will try to present it in a new way. Which work is spending more time in our daily life or office, some tasks are completed in a very short time and some tasks require a lot of time to complete so we need to separate the functions that require more time to complete and find ways or strategies to complete them quickly. Through expert advice. The time saved by this will allow you to focus on other tasks or create new tasks. Your ability to get things done quickly will present you as a good officer to higher authorities and your chances of promotion will increase as opportunities arise to take on more responsibilities.

সময় এমন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যা কারো জন্য অপেক্ষা করে না। মূল্যবান সময়ের মানদন্ড প্রতিটি মানুষের জন্য সমান। চব্বিশ ঘন্টায় একদিন যা একজন সফল ও একজন ব্যর্থ মানুষের জন্যই প্রযোজ্য এবং প্রতিদিনের একটি সাধারন নিয়মিত অধ্যায়। শুধুমাত্র সঠিক সময় ব্যবস্থাপনায় যথাযথ গুরুত্বের অভাবেই মানুষ ব্যর্থতায় পর্যবসিত হয় আবার সেই সময়ের যথাযথ মূল্যায়নের মাধ্যমে মানুষ সফলতার সর্বোচ্চ চুড়ায় পৌঁছে যায়। এ সময় ব্যবস্থাপনার জন্য একটি টিপস আজ আপনাদের সকলের সাথে শেয়ার করবো, যা হয়তো অনেকেরই জানা তবুও নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করবো। কোন কাজে সময় বেশি ব্যয় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বা অফিসে কিছু কাজ রয়েছে যা খুব অল্প সময়ের শেষ হয়ে যায় আবার কিছু কাজ রয়েছে যা সম্পন্ন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় তাই যে কাজগুলো সম্পন্ন করতে বেশি সময়ের প্রয়োজন হয় সেগুলো পৃথক করে দ্রুত সম্পন্ন করার উপায় বা কৌশল খুঁজে বের করতে হবে অভিজ্ঞদের পরামর্শের মাধ্যমে। এতে করে যে সময় বাঁচবে সে সময় অন্য কাজে মনোযোগ দেওয়া বা নতুন কাজ করার সুযোগ সৃষ্টি হবে। আপনার দ্রুত কাজ সম্পন্ন করার দক্ষতা উর্ধতন কর্তৃপক্ষের কাছে আপনাকে চৌকশ কর্মকর্তা হিসেবে উপস্থাপন করবে এবং অধিক দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হওয়ায় মাধ্যমে আপনার পদোন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

Comments

    Please login to post comment. Login