Posts

পোস্ট

স্বর্গের দরজায় তিন জন লোক দাড়িয়ে আছে

July 3, 2024

Madhab Debnath

103
View

স্বর্গের দরজায় তিন জন লোক দাড়িয়ে আছে। ঈশ্বরের অলৌকিক বজ্রকন্ঠ ভেসে এলো 'তোমাদের মধ্য থেকে কেবল একজনই ভেতরে আসতে পারবে।'

১ম ব্যক্তি: আমি ধর্ম পূজারী। সারা জীবন আপনার গুনগান করেছি, আপনার কথা মেনে চলেছি, স্বর্গে ঢোকার অধিকার আমার সবচেয়ে বেশী।

ঈশ্বর নিশ্চুপ।

২য় ব্যক্তি: আমি সমাজ সেবক, সারা জীবন আপনার সৃষ্টির সেবা করছি, তাদের দুঃখ দুর করেছি, স্বর্গে ঢোকার অধিকার আমারই বেশী।

ঈশ্বর নিশ্চুপ।

৩য় ব্যক্তি: আমি সারা জীবন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরী...........

ওরে 'থাম, থাম' ঈশ্বরের ধরা গলার আর্তনাদ ভেসে এলো 'আর একটা শব্দও বলবি না....আমারে কান্দাবি নাকি পাগলা...আয় ভেতরে আয়.... তোর সারা জীবন বসের ঝাড়ি খাওয়া, প্রমোশন না হওয়া, বছর শেষে বেতন না বাড়া, অফিস পলিটিক্স সামলানো, বিনা পয়সায় ওভার টাইম, রাত করে বাড়ি ফেরা, বাসে ঝুলে আসা যাওয়ার কষ্ট, উইকইন্ডে বাসায় কাজ করা, পরিবারকে সময় না দেওয়া, সংসার চালানোর কষ্ট.....কয়টা বলবো...সেন্টিমেন্টাল করে দিলি রে পাগলা......আয় ভেতরে আয়, বাবা- ভেতরে আয়।

Comments

    Please login to post comment. Login