স্মৃতির শহর বানাব আমি
অলিতে- গলিতে রেখে যাব বেদনার ক্ষত।
আমার প্রেমে তোমার প্রবল অবহেলার মোক্ষম জবাব।
দেখেছো তো ?
টিপ টিপ করে পড়া পাতা ঝরা পানির আঘাতে
পিচ ঢালা রাস্তার ক্ষত,
ভাবনার কূয়াতে ফেলে দেব তোমায়,
তোমার বেদনায় জমা হবে
আমার মিশ্র অনুভুতি।
স্মৃতির শহর বানাব আমি
অলিতে- গলিতে রেখে যাব বেদনার ক্ষত।
আমার প্রেমে তোমার প্রবল অবহেলার মোক্ষম জবাব।
দেখেছো তো ?
টিপ টিপ করে পড়া পাতা ঝরা পানির আঘাতে
পিচ ঢালা রাস্তার ক্ষত,
ভাবনার কূয়াতে ফেলে দেব তোমায়,
তোমার বেদনায় জমা হবে
আমার মিশ্র অনুভুতি।