অপেক্ষা করে লক্ষ জনম
আমরা পেয়েছি মানব জনম।
চলে গেলে মানব জনম
আর পাব না এমন জনম।
মানব কুলে জন্মেছি মোরা
হয়নি মানব, হয়েছি দানব।
প্রলোভনে পড়ে অর্থ কড়ির খোঁজে
মানব হয়ে মগ্ন আছি দানবের কাজে।
জীবন ধরে কষ্ট করে
দিনাতিপাত করি মনোবিকারে।
সুখের তরে সংসার হবে
আশা রাখি মায়ার ভবে।
সুখ খুঁজি স্বপ্নের ভুবনে
সুখ পাইনি মানব জনমে।
সুখ যদি না পাই এ জনমে
সুখ চাই পরের জনমে।
This is a premium post.