মতিঝিলে আমার রমরমা ব্যবসাকালীন সময়ে আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসতো।ছেলে,বুড়ো,ব্যংকার,মুচি,গেঞ্জি ব্যবসায়ী,ফলওয়ালা ইত্যাদি।আমি এদের থেকে যেভাবে পারতাম ১০/২৫ টাকা নিতাম।একদিন দুপুরবেলা আমার কাছে এক লোক এলো।বয়স আনুমানিক ৫৫/৬০ হবে হাত দেখে বুঝেছিলাম।তবে মুখে যথেষ্ট ভাজ পড়ে যাওয়ায় তাকে মনে হবে সত্তোর্ধ বৃদ্ধ।সে আমাকে এসে বললো আমি যেন তার হাতটা দেখে দিই।আমি খুব যত্ন সহকারে তার হাত দেখতে বসলাম।তার হাতের রেখাগুলো খুব স্পষ্ট ছিল।তাই আমার দেখতে কোনো গ্লাস লাগবে না অভিনয় করলাম।কিছুক্ষণ হাত উলটে পালটে তাকে বললাম, “আপনার জীবনে তো অনেক চাপ গেছে দেখা যায়।টেনশন করতে করতে শরীরের অবস্থা বাড়োটা বাজিয়ে দিয়েছেন” উনি দেখি মুচকি হাসলেন।আমি আবার হাত উলটে পালটে দেখলাম।আমি একটা অবাক জিনিস খেয়াল করলাম।তার হাতের রেখাগুলো মূলত একটা বাংলা লেখা।একটা বাংলা নাম।