Posts

কবিতা

সাদা মনের মানুষ

July 4, 2024

ডাঃমোঃ তরিকুল ইসলাম

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

প্রতিদিন ভোরে, সাদা পোশাকে আতর গোলাপ মেখে 
এক প্রতিবেশী ছুটে খোদার ডাকে,  হাতে তাহার তজবী থাকে 


মুখে অফুরান মিটমিটিয়ে কি যেন একটা ফুটে!

অপলক দৃষ্টিতে তাকিয়ে তাহার পানে,  সাদা মনের মানুষ!! 


আমার ঘটে দেখার সৌভাগ্য হইল শেষে! সবই খোদার নিয়ামত!

একদিন ভোরে লোকে বলে, পুলিশ ম্যান  ধরিল প্রতিবেশীকে 
শত শত কোটি টাকা বিদেশ পাঠাল, চুরি করার নিত্য তালে 


অবাক হইলাম সেই ভোরের আলোটা দেখে 
একই ভোর ভিন্ন রং দেখালো মোরে!

যাতায়াতে বাসে দেখি, আরেক সাদা পোশাকে লেবাসে
পাশে এক শিশু বসে,  নিচু স্বরে কথা বলে 
মিষ্টি করে হাসি ও ছুড়ে,  নীতির শত বাণী ও ফুটে

আমি দাঁড়িয়ে মুগ্ধ হয়ে, শুনি তাহা আপন মনে 
সাদা, এই নিশ্চিত সাদা, ব্যবহার তো তাই বলে
ব্যবহার কি শুধু কথায় ফুটে?  

মিনিট পাঁচেক পরে, হঠাৎ গাড়ি ব্রেক চাপে 
এক বৃদ্ধা এসে আছড়ে পরে সাদার কুলের মাঝে 
হ্যাচকা টানে পা যে মিশে, পঁচা শামুকের মিলে
বৃদ্ধা যে  তাই ছিটকে  পরে, বাসের তলার মেজে

ছিঃ ছিঃ,  ধিক্ ধিক্, ,কোথা থেকে আসে সব! 
পোশাক যে আজ গেল যে হায় ময়লা, দুর্গন্ধ মিশে
বারবার শুধু পোশাক ঝাড়ে,  জানালা খুলে থুথু ফেলে

সবাই মিলে গালি ছুড়ে, ছোট লোক কেন গাড়িতে চড়ে 


আমি শুধু অবাক দৃষ্টিতে সাদাকে দেখে যাই

বাহ! সাদা মনের মানুষ  কি বলে হায়!
দৃষ্টি ভ্রমে, মিষ্টি ঢং এ সাদা ভণে যায় 
ব্যবহারে আর পোশাকে কি সাদা হওয়া যায়?


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ ১০/০২/২৪, ২.৪৫  PM

Comments

    Please login to post comment. Login