Posts

চিন্তা

পালকের ভেতর পাখি

April 25, 2024

মাজহার মুক্তা

Original Author মাজহার মুক্তা

102
View
এখন প্রায় সময়ই পরিচিত অপরিচিত কারো না কারো মৃত্যুসংবাদ পাই।সব মৃত্যুই কস্টের।গাছের পাতা বেয়ে টপ করে পড়া শিশিরের মতন ঝড়ে যায় জীবন।মেঘের আড়ালে চাঁদ ডুবে যাওয়ার মতই হঠাৎ নিভে যায় জীবন।চাঁদটা তখনও আলো দিবে কিন্তু আমরা শুয়ে থাকবো মাটির বিছানায়।সবার চলে যাওয়ার পায়ের শব্দ হয়তো শুনতে পাবো।গাছগুলো তখনও হয়তো জেগে থাকবে,হয়তো দুফোটা শিশিরও ঝরে পড়বে আমার উপর।।তখনও পৃথিবী থাকবে আগের মতো,পালকের মাঝে পাখিটা হারাবে শুধু।।

Comments

    Please login to post comment. Login