এখানে তোমাকে পেয়ে গেলে আর কোথাও যাওয়ার জায়গা পেতাম না,
ঐ দূরের বয়ে চলা নদী হতো আমার চিরকালীন বিবর্ণ হৃদয়ের বন্ধু।
হায়! পথ হেঁটে হেঁটে মাইল মাইল পথ ফুরালেও তোমাকে দেখা যায়না কোথাও
তবু অন্ধকারের কাছে তুমি রেখে গেছো তোমার নিংড়ানো সোনালী মুখোশ,
যার সামনে দাঁড়ালে তুমি করুণ হয়ে ফুঁটে ওঠো গভীর রাত্রের নিঃসঙ্গতার মত।