Posts

চিন্তা

জীবন

April 25, 2024

মাজহার মুক্তা

Original Author মাজহার মুক্তা

139
View
মাঝে মাঝে মনে হয় একটা জীবন কতদিনের?? 
৭০ বা ৮০ বছর বা তার থেকেও কিছু বেশি।।তারপর ই সবাই চলে যাবে কবরের নিস্তব্ধতায়।এই ৭০ / ৮০ বছরের জীবন আসলে কতটা মুল্যবান তা অনেকের বুঝতে বুঝতেই অধ্রেক জীবন পার হয়ে যায়। 
অথচ এই জীবনের কত শত ঘন্টা আমরা পার করে দেই কাছের মানুষদের সাথে কলহ, অভিমান বা তিক্ততায় ব্যাস্ত থেকে।একটা জীবন পার করে দেখব আমরা কতটা সময় তিক্ততায়,কলহে নিঃসশেষ করেছি,যে সময় গুলো আরও ভালো বা সুখস্মৃতি হিসেবে লেখা থাকতো।একটা সময় ঠিকই হয়তো আফসোস হবে,,কিন্তু সে সময় আসলে আফসোস বাদে আর কিছু করার থাকবে না অনেকের।

Comments

    Please login to post comment. Login