মানুষের দৈহিক সামর্থ্য সীমিত কিন্তু চিন্তাজাত ও কল্পনার সামর্থ্য অসীম। জীবনে সেই সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে যে তার চিন্তা শক্তি ও কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে পরিশ্রম করে সামনে এগিয়ে যায়। আমি অনেক সুদর্শনকে দেখেছি যে অন্যের কাছে হাত পেতে জীবিকা নির্বাহ করে আবার এমন যুবক/ যুবতীকেও দেখেছি যে শারিরীক ভাবে সক্ষম না হয়েও বড় ব্যবসায়ী, শিল্পপতি। আপনি সফল হলে সালাম ও সন্মান পাবেন, ব্যর্থ হলে কাছের লোকজনও আপনাকে পাত্তা দেবে না। আত্নীয় ও বন্ধুরা আপনাকে সবসময় এড়িয়ে যাবে। সফলতার জন্য চাই অদম্য ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি, কোন কাজে পাগলের মতো লেগে থাকার মানসিকতা। সফলতা একদিন ঠিকই আপনার দোরগোড়ায় আসবেই আসবে। আজ আপনি যার গুনমুগ্ধ অনুরাগী, কাল সে আপনাকে নিয়েই গর্ব করবে। সময় খারাপ যাচ্ছে বলে মন মরা হয়ে বসে থাকবেন না। এ জগৎ সংসারে অসাধারণ অর্জন যাদের তারাও একসময় আপনার মত খারাপ অবস্থাতেই ছিল, তাদের জীবনেও দুঃসময় ছিল। তাঁরাও মানুষের কথায় হতাশ হয়েছে, কাছের আপনজনদের কাছ থেকে কষ্ট পেয়েছে, বন্ধু-বান্ধবরা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অর্থ কষ্টে ভুগেছেন, খাবার পান নি, পকেটের টাকা থাকতো না কিন্তু তারা অদম্য ইচ্ছা শক্তি, প্রচন্ড চিন্তাশক্তি এবং পরিশ্রমের মাধ্যমে আজ সমাজে উঠে এসেছে, প্রতিষ্ঠিত হয়েছে এবং সবাই তাদেরকে স্মরণ করি। বিশ্বাস করুন নিশ্চয়ই আপনিও একদিন পারবেন।