পোস্টস

কবিতা

❑ বয়ান

৫ জুলাই ২০২৪

ইস্রাফিল আকন্দ রুদ্র

বুদ্ধিজীবীর মোড়কে-
ফক্কিকারি আলাপে
সাম্যের গান গায়-
ভদ্রমানুষেরা; টেবিলে বসে।

সনাতন ভাবনায় বৈষম্য প্রতিষ্ঠায়
সব প্রাঙ্গণে হইহই রইরই সাজ..
আর কত? আর নয়।
জেগে গেছে ছাত্রসমাজ।

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার 
মেরামত কার্য চলমান 
মরি, বাঁচি; এক বয়ান-
আমরা শক্তি, আমরা দেশ;
চাই কোটাহীন বাংলাদেশ।

কোটা প্রথায় আচ্ছন্ন 
এ রাষ্ট্র আর নয়
আমাদের দাবিতে-
আমাদের মিছিলে 
আমাদেরই হবে জয়।