এই অন্তত দুঃখ দুর্দশার ভার বইতে বইতে একটা সময় মানুষ পাথর হয়ে যায়,,,,জমিয়ে রাখা আলো যখন সব ফুরাতে শুরু করে,,, মানুষ যখন নিজেকে হারাতে শুরু করে সময়ের অন্ধকার গহীন কূপে,,,,,যখন সমস্ত আলো নিভতে শুরু করে মানুষ তখন আলো জমাতে শুরু করে নিজের ভেতরের ব্যক্তিগত অন্ধকার ছোট কুঠুরিতে,,,,, একটু একটু করে সে আলো জমায়,,,মহাকালের এই ছোট সময়টুকুতে বাঁচবার কি ভিষণ আক্ষেপ! কত সীমাবদ্ধতা, বাঁধা- বিপত্তি পার করে সে খুঁজে ফিরতে থাকে স্বকীয়তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা,,,,,,অথচ কত ধরনের শেকলেই না সে বাঁধা,,,,,,,
একদিন হয়তো সত্যি সত্যি ভোরের আলো ফুটবে,,,,তার অন্ধকার পথ আলোয় ভরে যাবে,,,পাখির ডাক শোনা যাবে,,পাশে বয়ে যাওয়া যে নদীর ভয়ংকর গর্জনে তার ভেতরে হৃৎকম্প শুরু হত,,সে নদী থেকে বয়ে আসবে শান্ত ঢেউয়ের কল্লোল,,,,,,
মানুষ ঠিক ততদিন পর্যন্ত বেঁচে থাকুক যতদিন পর্যন্ত না সে তার পথের অন্ধকার কাটিয়ে আলোর দিশা পায়,,,,।
173
View