পোস্টস

কবিতা

আহারে ভাগ্য

৫ জুলাই ২০২৪

ডাঃমোঃ তরিকুল ইসলাম

মূল লেখক ডাঃমোঃ তরিকুল ইসলাম

কাহারো ভাগ্য নিশিতে বদলায়, কাহারো ভাগ্য অসীমে আটকায়
কাহারো দিকে খোদা হাঁসে, কাহারো দিকে খোদা বিরক্তিতে ভাসে
কাহারো চাইতে নেমে আসে ফজিলত, কাহারো জীবন শেষেও না আসে বরকত
কাহারো হৃদয় উল্লাসে মাতে, কাহারো জীবন রুদ্ধ আবদ্ধ মিশে
কাহারো বন্ধু, সুভাকাক্ষী বসে পথে পথে, কাহারো তিরস্কার আর ঝাটা আছে সেই পথে 
কাহারো অন্ন উপচে পড়ে, কাহারো পেটে একবেলা ভাত নাহি জুটে
কাহারো আছে প্রসাদ প্রতিমা, কাহারো না জুটে কুঁড়ে ঘর নীলিমায় 
কাহারো আছে লীলামতি নারী, কাহারো না আছে ঘর সামলানোর মাতাড়ি 
কাহারো আছে দামি গাড়ি, প্রতিযোগিতা সারি সারি; কাহারো না আছে ভাঙা দু চাকার ঘটঘটি
কাহারো আছে শরাবের ঘর, বন্ধু থাকে সব সময়  সরব ; কাহারো না আছে ধোয়া ওরা নোর কাঁঠিখানি
কাহারো আছে নিত্য বাদ্য ঝনঝনি, কাহারো না আছে ক্লান্তি সারানোর গান খানি 
বিচিত্র সংসারে বুজলাম ভবঘুরে শেষে 
কেহ মরে ভোগে হেঁসে হেঁসে, কেহ পৃষ্ঠ হয় পদতলে মিশে।

 

উতর্সগঃ ভাগ্য বিড়ম্বনায় নিশ পেষিত মানুষগুলোকে যাদের আমরা মানুষ ভাবতে ভুলে গিয়েছি।

 

ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। তারিখঃ২৩/১০/২৩,,১২ . ৩০ pm.