Posts

কবিতা

আমার একটা এমন কেউ আছে

July 5, 2024

অনিরুদ্ধ রনি

93
View

হাতের উপর বিশ্বস্ত একটা হাত রেখে 
আমাকে কেউ কোন দিন বলেনি ভালোবাসি।
বলেনি ছেড়ে যাবো না কখনো,
তবুও আমার মনে হয়,
আমার একটা এমন কেউ আছে।

রাত-বিরেতে ফোনে কিংবা মেসেঞ্জারে কেউ কোন দিন ওপাশ থেকে ছুড়ে দেয়নি,
খুব আনমনে গাওয়া কোন গান।
গলাটা ওমন ভাঙ্গা জেনেও কবিতা পরে 
শোনানোর আবদার কেউ করেনি,
কারো সাথে শুধু ভালোবাসার কথা বলে
কখনোই রাত থেকে ভোর হয়নি আমার।
তবুও আমার মনে হয়
আমার একটা এমন কেউ আছে।

নিজের খুব একান্ত ব্যাক্তিগত কষ্ট কাছের 
মানুষ ভেবে আমায় কেউ বলেনি কখনো,
আমিও কখনো খুব আপন কেউ হয়ে গভীর রাতে 
না ঘুমিয়ে শুনিনি কারো কান্নার আর্তনাদ।
আমাকে খুব ব্যাকুল হয়ে কেউ কোন দিন বলেনি,
তুই কখনো আমায় ছেড়ে যাবি না বল।
তবুও আমার মনে হয়
আমার একটা এমন কেউ আছে।

আমাকে নিজের সমস্তটা দিয়ে,
আবেগের ও মন উষ্ণতা দিয়ে
কেউ কখনো ছুঁয়ে দেয়নি,
খুব আদর নিয়ে নাক ডুবোয়নি
আমার খোলা চুলে।
এই আমির মাঝে নিজের সত্তাকে 
হারিয়ে কখনো নিখোঁজ  হয়নি।
তবুও আমার মনে হয়,
আমার একটা এমন কেউ আছে।

হুট তোলা রিকশায়,
শহরের রেস্তরায়,
বিছানো সবুজ ঘাসে
পার্ক এর পিচঢালা বেঞ্চিতে,
দিন- দুপুরে বসে আমার সাথে
বেখায়ালি গল্প জুড়ে দেয়নি কেউ
তবুও আমার মনে হয়,
আমার একটা এমন কেউ আছে।

হঠাৎ রেগে গিয়ে নিজের সমস্ত
অভিমান গুলো নিয়ে,
আমাকে কেউ প্রচন্ড বকেনি,
আবার কারো উপর প্রচন্ড অভিমান করে 
আমার চোখেও জমেনি অভিমানি জল।
হঠাৎ ও মন কাঁদিয়ে  আবার বুকের সাথে 
লাগিয়ে বলেওনি কেউ কখনো ভালোবাসি।

তবুও আমার মনে হয়
আমার একটা এমন কেউ আছে।
খুব আপন একটা কেউ...

Comments

    Please login to post comment. Login