Posts

কবিতা

মাঝে মাঝে

July 6, 2024

Sanzana Akter Mim

154
View

মাঝে মাঝে

~সানজানা আক্তার মিম 

মাঝে মাঝেই আপন মনে কথা বলি এমন অলস বিকেলে,

আর একে একে জেগে ওঠে নানা প্রশ্ন!

‘আচ্ছা, যখন আমায় কটু কথা বলতে তোমার বিবেক সাড়া দিত না?

একটুখানি ভাবতে না, কতটা কষ্ট পেতে পারি!

কতটা আঘাত, কতটা যন্ত্রণা পেতে পারি! 

তোমার কি এতটুকুও খারাপ লাগত না আমার জন্য?

একটি বারও ভাবতে না আমার নাজেহাল মনের কথা?

আমার কান্না এতটাই অসহ্য লাগত তোমার? 

আর আমার বলা কথাগুলো!

সেসবও কি নিরর্থক বলে মনে হত তোমার?’

আজও নিজেকে সুধাই বড়ই তাচ্ছিল্যে-

‘আচ্ছা, এতটাই কদাকার, এতটাই বিশ্রী দেখতে আমায়? নাকি আমার থেকে আসে দুর্গন্ধ?

এতটাই তুচ্ছ পদার্থ যে দুরছাই করে তাড়িয়ে দিলে আমায়?

আমার সব ভালোবাসা, সব স্নেহকে নিমেষেই করে দিলে অন্ধ!'

হয়তো তোমার কল্পনার ছায়াময়ী আমার চেয়েও বেশি ভালোবাসে তোমায়,

কিন্তু জানো, হে, আমার মতন করে কেউ ভালোবাসবে নাকো তোমায়!

তোমার হাত ধরে জীবনের বাকিটা অধ্যায় লিখতে চেয়েছিলাম,

কিন্তু আমার ভালোবাসাকে ঠুনকো বলে তুমি ছেড়ে গেলে আমায়!

মাঝে মাঝেই আপন মনে সুধাই অশ্রুজলে-

কেন, হে জীবন, কেন এত বেদনা দিলে তুমি আমায়?

Comments

    Please login to post comment. Login