আমরা সবাই পিঁপড়াদের ঐক্যবদ্ধতার কথা জানি। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, পরিশ্রম, প্রকৃতির বিরূপ অবস্থা মোকাবিলার ক্ষমতা অসাধারণ। কোনো সঙ্গী পিঁপড়া আহত, বিপদগ্রস্ত বা মারা গেলেও তারা তাকে ফেলে যায় না। মানবিকতাই তাদের ধর্ম। কোনো বিপদ দেখলে পারষ্পরিক যোগাযোগের মাধ্যমে তারা সকলকে সাবধান করে দেয়। ফেরোমন হরমোন ব্যবহারের মাধ্যমে তারা শৃঙ্খলাতার সাথে চলতেও পারে। তাদের এই গুণগুলোর কারণে এখনো অব্দি বিরূপ পরিবেশের মধ্যে তারা দারুণভাবে টিকে আছে। আমাদেরও টিকে থাকতে হলে হতে হবে তাদের মতো ঐক্যবদ্ধ।