Posts

পোস্ট

জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার

July 6, 2024

Madhab Debnath

At the moment of constantly fighting and surviving in the battle of life, suppress all the pain-frustration-anger and say with a smile, "I'm fine." This one word will increase your inner confidence many times. In this busy lifestyle, even if someone is told to be bad, they will not want to hear why they are bad. Everyone is busy with their work. Even if someone wants to comfort him for two minutes, he will get busy with himself after a while. You will become lonelier, and more depressed. To calm yourself, think, "I am the best." Whenever you say with confidence, "I'm fine," say to yourself, "With God's help, I will be better tomorrow than today. I have all the tools to keep myself well, but why can't I keep myself well?" Your day-to-day skills and soft skill development will keep you moving forward in your world with the ability to consistently succeed.

জীবনযুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার এইক্ষণে সকল কষ্ট-হতাশা-ক্ষোভ মনে চাপা দিয়ে হাসিমুখে বলুন "ভালো আছি।" এই একটা শব্দই আপনার ভিতরের কনফিডেন্টও বাড়িয়ে দিবে অনেকগুন। এই ব্যাস্ত জীবনযাত্রায় কাউকে খারাপ থাকার কথা বললেও থেমে কেন খারাপ আছেন, তা শুনতে চাইবে না। সবাই তো যার যার মতো তাঁদের কাজে ব্যাস্ত। কেউ দু মিনিট পাশে থেকে সান্ত্বনা দিতে চাইলেও ক্ষণিক পরেই নিজেকে নিয়ে ব্যাস্ত হয়ে যাবে। আপনি হয়ে পড়বেন আরো একা, আরো বিষণ্ণ। নিজেকে চনমনে রাখতে এটাই ভাবুন, "আমিই সবার থেকে ভালো আছি।" যে কোন মুহুর্তে কনফিডেন্টের সাথে বলবেন, "এই তো বেশ আছি" নিজেকে মনে মনে বলুন, "স্রষ্টার সহায়তায় আজকের দিন থেকে আগামীকাল আমি আরো বেশি ভালো থাকবো। নিজেকে ভালো রাখার সকল উপকরনই আমার হাতে, তবে কেন নিজেকে ভালো রাখতে পারবো না?" আপনার প্রতিদিনের দক্ষতা এবং সফট স্কিল ডেভেলপমেন্ট আপনাকে এগিয়ে রাখবে আপনার পৃথিবীতে আপনাকে প্রতিনিয়ত সফলতার পথে দক্ষতার সাথে।

Comments

    Please login to post comment. Login