Posts

পোস্ট

অনেকেই বোঝার জন্য শোনে না বরং নিজের কথাটা বলার জন্য অপেক্ষা করে।

July 6, 2024

Madhab Debnath

অনেকেই বোঝার জন্য শোনে না বরং নিজের কথাটা বলার জন্য অপেক্ষা করে। অন্যের কথা শোনার চেয়ে নিজের কথা বলার তাগিদ বেশি বলেই হয় যত ভুল বোঝাবুঝি। আমার সহজ কথা-ভাই, তুমি অন্যকে কথা বলতে দাও।

‘অন্যের সম্পর্কে যদি কিছু না জানি, তাহলে কী করব?’

আরও সহজ! প্রশ্ন করো! মানুষের একটি সহজাত প্রবৃত্তি হলো সে নিজের সম্পর্কে মানুষকে জানাতে চায়, সে কথা বলতে চায়। এ কারণেই দেখবেন অনেকে মাইক্রোফোন পেলে ছাড়তে চান না তাই নিজের বলার কিছু না থাকলে অন্যকে বলতে দিন। তাঁদের বলার কিছু না থাকলে তাঁদের সম্পর্কে প্রশ্ন করুন। আমার মতে আপনি মানুষের কথা মনোযোগ দিয়ে শুনলে দুই মাসে যতটা আপন হয়ে যাবেন, নিজের দিক থেকে বকবক করলে ততটা আপন হতে দুই বছর সময় লেগে যেত!

Comments

    Please login to post comment. Login