Posts

পোস্ট

একদিন সময় আপনার হবে, শুধু ধৈর্য আর পরিশ্রম করতে হবে

July 6, 2024

Madhab Debnath

91
View

১. এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন চেয়েছিলেন কিন্তু সেই সময় কোন ব্যাংক তাঁকে লোন দেয়নি। সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিই কিনে নিয়েছিলেন।

২. ছেঁড়া শার্টের কারণে এন্দ্রু কার্নেগিকে পার্কে ঢুকতে দেওয়া হয়নি। সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করেন এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন ''আজ থেকে পার্কটি সবার জন্য উন্মুক্ত।''

৩. আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার না। একদিন সেই লোকগুলোই গলায় ফুল দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।

৪. আজ কেউ আপনাকে ঠকিয়েছে? কোন ব্যাপার না! একদিন সেই আফসোস করে বলবে, আপনাকে ঠকিয়ে সে উল্টো নিজেরই সর্বনাশ করেছে।

৫. আজ আপনাকে দেখে "ক্ষ্যাত" বলে কেউ দূরে সরে যাচ্ছে? কোন ব্যাপার না! একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সে-ই আপনার কাছে আসবে।

৬. আজ গরিব বলে কেউ আপনাকে অবজ্ঞা করছে? কোন ব্যাপার না! এসব পিছু গল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি চিরকাল অপমান, লাথি, গুতা, ক্রাশ ইত্যাদি খেয়েই যাবেন।

৭. কে কি করছে, কি ভাবছে সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা দৃষ্টান্ত হতে পারবেন।

৮. জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয় না। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়, মেনে নিতে হয়।

৯. সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ বুঝে কাজ করে যেতে হয়।

১০. একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা যুগে যুগে নজরুলের মতো রুটির দোকানে কাজ করে জীবন বাঁচিয়েছেন।

ব্রেইনে শুধু একটি কথা গেঁথে রাখুনঃ "সময় এখন আপনার পক্ষে না কিন্তু একদিন সময় আপনার হবে, শুধু ধৈর্য আর পরিশ্রম করতে হবে।"

Comments

    Please login to post comment. Login