Posts

পোস্ট

বয়স যখন ৪০ পার হয়

July 6, 2024

Madhab Debnath

বয়স যখন ৪০ পার হয়- তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান...

বয়স যখন ৫০ পার হয়- তখন কালো ফর্সা সবই সমান। কার চেহারা দেখতে কতটুকু সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবেনা...

বয়স যখন ৬০ পার হয়- তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায় না...

বয়স যখন ৭০- তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোন গর্বের বিষয় নয়। বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন, ছোট একটি রুম হলেই আপনার চলে...

বয়স যখন ৮০- তখন আপনার টাকা থাকলে যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না...

বয়স যখন ৯০- আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কী করবেন, আপনি নিজেও জানেন না...

বয়স যখন ১০০- তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই আসে যায় না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না...

জীবনের মানে তো এটুকুই... এর বেশি কিছুই না... এতো চাপ নিয়ে, লোভ করে, মানুষের ক্ষতি করে লাভ কী?

Comments

    Please login to post comment. Login