পোস্টস

কবিতা

কবিতা: (প্রিমিয়াম)

৬ জুলাই ২০২৪

মারজিয়া তাবাসসুম

বাবা-মায়ের স্বপ্ন কেমন,
সোনার হরিণ পাবে বাছাধন।
সেই ছেলেই রাখবে আবার,
অধিকারহারা বোনের মন।
চারিদিকে এত চাওয়া তবে
মাথায় হাত তাদের ছেলের,
চাকরিটা পেয়ে গেলে
বিয়েতে অমত করবেনা বাবা মেয়ের।
কোথা হতে কোন কোটাধারী এসে
লুটে নেয় চাকরি,
তাই ত তার নাম দিয়েছি
মেধাশূণ্য বকরি।
বাপ-দাদার নাম বেঁচিয়ে -
যারা বড় হতে আসে,
তাদের দেখে ধিক্কার জানাই-
দুখে মরি লাজে।
এমন করে দেশটা একদিন-
যাবে রশাতলে।
আমরা তবে পরগাছা ভাই,
কেবল খালি ভোটার।
চলো সবাই কারখানা দেই,
বিশাল বড় জোতার!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।