পোস্টস

কবিতা

কোটার কালো-কফিন

৬ জুলাই ২০২৪

তাহফিম হাসান মেহেদী

আমি বৈষম্যের গলায় পা চেপে ধরি,
গোঙানো শুনে মেতে উঠি মহা-উল্লাসে
আমার লাথিতে ভাঙে প্রভেদের দুয়ার
কেঁপে উঠে অসমতার পৃথিবী মহাত্রাসে

আমার বজ্রকণ্ঠের হুঙ্কারে অত্যাচারীর বুকে
হঠাৎ আকাশ থেকে পড়ে বাজ
মানবো নাকো কোনো অনিয়ম-অবিচার
বৃষ্টির জলে সব ভাসিয়ে দেব আজ।

আমি বৈষম্যের আদালতে থুতু মেরে
হাইকোর্টের দরজার লাগিয়ে দেই তালা
মিছিলের রাজপথকে আদালত বানিয়ে
বলি— এখন তারুণ্যের আগুন জ্বালা।

আমি কোটার কালো-কফিনে ঠোঁকে আসা
লোহার শেষ পেরেক, 
বলছি আমি চব্বিশের উত্তাল ছাত্রসমাজ
আমাকে দেখে শেখ।