পোস্টস

বাংলা সাহিত্য

আমি ও সে

৬ জুলাই ২০২৪

Shojib Ashraf

মনের ভেতর যে জানোয়ার

সে তো কামুক, সে তো লোভী

মনের ভেতর যে উদাসী

সে তো ভাবুক, সে তো কবি।

 

কাহার সাথে তোরই বসত সারা বেলা

কে যে কখন তোরই মনে করে খেলা।

কোনটাকে যে করবি রে তুই লালন-পালন, 

আপনাকে জানতে বলে গুরু লালন।

 

 

মনের ভেতর বিশ্বাসী জন

আশার আলো খুজে

অবিশ্বাসী যে জন আছে

আলোতে চোখ বুজে

 

কাহার সাথে তোরই বসত সারা বেলা

কে যে কখন তোরই মনে করে খেলা।

কোনটাকে যে করবি রে তুই লালন-পালন, 

আপনাকে জানতে বলে গুরু লালন।