Posts

কবিতা

মেঘ ও জীবন

July 6, 2024

শরীফ এমদাদ হোসেন

মেঘ উড়ে যায় দিগ্-দিগন্তে মেঘে মেঘে মাতামাতি
মনের মেঘেই বিচূর্ণ মন, মন কাঁদে দিবারাতি
মেঘ উড়ে যায় মেঘের অধরে টুপটাপ ঝরে বৃষ্টি
চোখের কোণায় মেঘের শ্রাবণ, কারো অভিমানে সৃষ্টি।

মেঘ উড়ে যায় আকাশ সুনীল, বাতাসও সুনির্মল
মন তবু মনে ভালোবাসা বোনে হবে কিনা নিস্ফল
মেঘ উড়লেই বন্ধ্যা নদীতে জোয়ারের ঢেউ জাগে
মেঘ ও জীবন অবারিত মন ওড়ে জীবনের অনুরাগে।

Comments

    Please login to post comment. Login