কী অদ্ভুত আমার এই জীবন ❓
জটিল সাজসজ্জায় উদ্ভট প্রকরণ
উচ্চারণে এক, প্রকাশে আরেক
পরের সাথে মিলিত হয়ে অন্য এক রূপে
দরকার নেই তবুও আছি।
আমি কুৎসিত
দরকারি নই
তবুও কেন রাখা হলো বর্ণমালার ঘরে
আমি পরসেবী
পরোপকারী? নাকি কুৎসিত হয়েও শোভাবর্ধক?
আমি জটিল, কুটিল, বক্রতায় দেহ
তবুও অহঙ্কারি মন আমার
দুই সুরে গেয়ে ওঠে জীবনের গান
দুই রূপে প্রকাশিত
অদ্ভুত উদ্ভট চিরায়ত প্রাণ
আসলেই সংসার এক জটিল কুটিল স্থান
ঞ যেন আমারই জীবন।
61
View