এত ভালোবেসো
রাশেদা নাসরিন সুমনা
আমি অনাদরে পড়ে থাকা দ্বীপ
তুমি জলের মতো আদর দিয়ে
ঘিরে রাখো আমায়।
রেগে গেলে ঝড়ের মতো
আমার বুকেই আছড়ে পড়ো
যেন মনে হয়
আমার বুকেই তোমার আশ্রয়।
সারা পৃথিবী থেকে আলাদা করে রেখো,
এমনভাবে আগলে রেখো
যেন তোমার বাহুডোরে আবদ্ধ এক
প্রস্ফুটিত গোলাপ আমি।
এত ভালোবেসো যেন
যতদূরই যাই তোমাতেই থামি।
তুমি জলের মতো আদর দিয়ে
ঘিরে রাখো আমায়।
রেগে গেলে ঝড়ের মতো
আমার বুকেই আছড়ে পড়ো
যেন মনে হয়
আমার বুকেই তোমার আশ্রয়।
সারা পৃথিবী থেকে আলাদা করে রেখো,
এমনভাবে আগলে রেখো
যেন তোমার বাহুডোরে আবদ্ধ এক
প্রস্ফুটিত গোলাপ আমি।
এত ভালোবেসো যেন
যতদূরই যাই তোমাতেই থামি।