Posts

পোস্ট

এত ভালোবেসো

April 25, 2024

রাশেদা নাসরিন সুমনা

Original Author রাশেদা নাসরিন সুমনা

206
View

এত ভালোবেসো

রাশেদা নাসরিন সুমনা 

আমি অনাদরে পড়ে থাকা দ্বীপ
তুমি জলের মতো আদর দিয়ে
ঘিরে রাখো আমায়। 
রেগে গেলে ঝড়ের মতো 
আমার বুকেই আছড়ে পড়ো 
যেন মনে হয়
আমার বুকেই তোমার আশ্রয়।
সারা পৃথিবী থেকে আলাদা করে রেখো,
এমনভাবে আগলে রেখো 
যেন তোমার বাহুডোরে আবদ্ধ এক
প্রস্ফুটিত গোলাপ আমি।
এত ভালোবেসো যেন
যতদূরই যাই তোমাতেই থামি। 

Comments

    Please login to post comment. Login