Posts

কবিতা

দেয়ালের কান আছে (Premium)

July 6, 2024

আহমাদ সাজিদ উদাসকবি

0
sold
নীতির হাঁড়িতে পড়েছে কুকুরের মুখ
চেটেপুটে সব মিটিয়েছে মনের সুখ।
তারপর মুখ থেকে সব ঝরাচ্ছে লালা
দেখে শোনে সব মেনে, মুখে মেরেছি তালা।
উচিত কথা বলতে পারি না, যদি পাছে
শোনে ফেলেন তিনি! দেয়ালের কান আছে।

ঘরে ডুকেছে সাপ বিষদাঁতে তোলে ফণা
চুপচাপ বসে থাকি চোখে পড়েছে কণা
ছোবল মেরে বিষিয়েছে দেহ, এই মনে
বলতে পারি না সত্য কথা চরম ক্ষণে
করছি অনুনয় বিষাক্ত সাপের কাছে
ইশারায় বলছি, দেয়ালের কান আছে।

উঁকুন ভর্তি মাথা, যন্ত্রণায় করি ভুল
মস্তক ধরে আপন মনে ছিঁড়ছি চুল
নিজের পায়ে কুড়াল মেরে তবুও ভাবি
পূরণ হবেই এবার আমাদের দাবি।
উঁকুন বিনাশে এবার করি মাথা ন্যাড়া
মিছে ভাবুক সব, এই লোক ঘাড়ত্যাড়া।
সুখস্বপ্নে বিভোর, কাঠাল ঝুলছে গাছে
আস্তে বলুন সবাই, দেয়ালের কান আছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login