মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি কসবা উপজেলার ৩নং বাদৈর ইউনিয়নের একটি শিক্ষাবান্ধব গ্রামের নাম মান্দারপুর। ইউনিয়নের দুটি পূর্ণাঙ্গ ওয়ার্ড এবং দুটি আংশিক ওয়ার্ড নিয়ে আজকের জনবহুল মান্দারপুর গ্রাম। প্রচীন এই গ্রামের সকল পরিচয় ছাড়িয়ে তরুণ প্রজন্ম যে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করে তা হচ্ছে, এটি বাংলাদেশের প্রথম রোবটিক সার্জন ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ডাঃ সরকার কামরুন জামান ঝিনুকের পৈতৃক ভিটা। শুধু তাই নয়, সমগ্র বাংলাদেশে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে নির্বাচিত প্রথম নারী- অধ্যাপিকা শাহীন সুলতানার গ্রামের নামও কিন্তু মান্দারপুর।
পাকিস্তান আমলে চারজন গুণী মানুষের দিকনির্দেশনায় পরিচালিত হতো মান্দারপুর। আড়াইশ বছরের পুরনো মান্দারপুর গ্রামের খ্যাতিমান ও গুণীজ্ঞানীরা হাজী চান মিয়া, হাজী সোনা মিয়া, হাজী মনজুর আলী সরদার ও আব্দুল খালেক সরদার-কে চার খলিফা বলে সম্বোধন করতো। বর্তমানে গ্রামটিতে ১৭ টি গোষ্ঠী বা গোত্রের পরিচয় মিলে।
🇧🇩 মান্দারপুর গ্রামের নামকরণ:
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত "কসবা উপজেলার ইতিবৃত্তে" মান্দারপুর গ্রামের নামকরণ বিষয়ে চমৎকার দু'টো তথ্য পাওয়া যায়।
(১) ১৯১০-১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রামের তালিকায় উক্ত গ্রামের নাম মান্দারপুর লিপিবদ্ধ হয়নি। এ গ্রামের নাম পাওয়া যায় মাদারপুর। পুর শব্দটির অর্থ অনেক কিছু বোঝালেও স্থান নামের ক্ষেত্রে বর্তমানে 'পুর' অর্থ গৃহ, গ্রাম, নগর ইত্যাদি। অন্যদিকে ‘মাদা' অর্থ বহু পুরান বা পুরনো। এটি এ অঞ্চলের পুরাতন গ্রাম বলে একে মাদারপুর বলা হয়ে থাকে।
(২) আবার কারো কারো মতে, গ্রামে প্রচুর মান্দার গাছ ছিলো বলে 'মান্দার' গাছ থেকে মান্দারপুর নামকরণ হয়েছে।
তবে প্রথম মতটি থেকে শেষের মতটিই বেশি গ্রহণযোগ্য।
🇧🇩একনজরে মান্দারপুর গ্রাম:
(১) উচ্চ বিদ্যালয়: ১টি
মান্দারপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।
প্রতিষ্ঠাতা: আলহাজ্ব এডভোকেট শাহ আলম (সাবেক এমপি)
প্রতিষ্ঠাকাল: ১৯৯৮ খ্রিস্টাব্দ।
(২) সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২টি
(৩) এবতেদায়ী (৫ম শ্রেণি পর্যন্ত) মাদরাসা: ১টি
(৪) কেন্দ্রীয় জামে মসজিদ: ১টি
(৫) ওয়াক্তিয়া মসজিদ : ১৫টি
(৬) কবরস্থান ছোটো বড়ো: ১৫টি
(৭) শহিদ সমাধি : ১টি
(৮) খেলার মাঠ: ১টি
(৯) লোক সংখ্যা: প্রায় ১১ হাজার (জন)
(১০) পুরুষ ও মহিলার অনুপাত: ৪৫:৫৫
(১১) মোট ভোটার: ৪৭১০ জন
(১২) শিক্ষার হার: ৬৫%
(১৩) দারিদ্র্যতার হার: ৪%
(১৪) হিন্দু পরিবার : ১টি (সদস্য সংখ্যা ২০ জন)
(১৫) ওয়ার্ড সংখ্যা: ৪টি (২,৩,৪,ও ৫)
পূর্ণাঙ্গ ওয়ার্ড ২টি (৩ ও ৪নং) আংশিক ওয়ার্ড ২টি ( ২ ও ৫নং ওয়ার্ড)
(১৬) কিন্ডারগার্টেন স্কুল: ৩টি
(১৭) হাফেজিয়া মাদরাসা: ২টি
(১৮) ইউনিয়ন কমপ্লেক্স: ১টি
(১৯) বাজার: ২টি
(২০) মাজার: ৩টি ( বিলাত আলী মুন্সি (রহ:), নসু ফকির (রহ:) ... ........
➤সীমানাঃ
আয়তন: ৪ বর্গ কিলোমিটার।
মৌজার সংখ্যা: ১টি
✪ উত্তরে- চারগাছ গ্রাম
✪ দক্ষিণে- দেলী গ্রাম
✪ পশ্চিমে -জমশেরপুর
✪ পূর্ব- হাতুড়াবাড়ি
➤পেশাঃ
কৃষিজীবি=২৫%
প্রবাসী =১৫%
চাকুরীজীবি =২০%
ব্যবসায়ী =২৫%
অন্যান্য =১৫%
🇧🇩 মুক্তিযুদ্ধে মান্দারপুর:
৮ সেপ্টেম্বর পাকবাহিনী কুটি থেকে চারগাছ যাওয়ার পথে মান্দারপুর গ্রামে ১১জন নিরীহ লোককে হত্যা করে লাশ ফেলে রেখা যায়। মারা যাওয়া নিরীহ এ সকল শহীদদের মধ্যে বাদৈর গ্রামের ৭ জন এবং মান্দারপুরের ৪ জন ছিল। আনুমানিক ৪ জনকে জলে ভাসিয়ে দেওয়া হয়। বাকীদেরকে মান্দারপুর কবরস্থানে সমাহিত করা হয়।
➤বিশেষ ব্যক্তিবর্গের নামের তালিকা:
✪ জনাব আলহাজ্ব আব্দুল মান্নান মাষ্টার
প্রধান শিক্ষক ৪৫ বছর শিক্ষকতা। সাবেক ইউপি চেয়ারম্যান, জ্ঞানী ও গুণী মানুষ, ।
✪ অধ্যাপক আব্দুল মালেক ভূঁইয়া (শাহজাহান), সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
✪ মো: মদন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান, বাদৈর ইউনিয়ন পরিষদ।
✪ জনাব নাজমা বেগম
অবসর প্রাপ্ত: সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
✪ জনাব কুলসুম বেগম,
যুগ্মসচিব, অর্থ মন্ত্রণালয়।
✪ অধ্যক্ষ মতিউর রহমান
✪ জনাব এম.মারুফ হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান।
✪ ড. আব্দুল কাদির, ।
✪ ড. হাবিবুর রহমান।
✪ প্রফেসর মোহাম্মদ উল্লাহ,
উচ্চ মাধ্যমিক টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা।
✪ মাওলানা নাসির আহমেদ,
সাবেক অধ্যক্ষ, পুরকুইল মাদ্রাসা।
✪ ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান
সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত কর্পোরেশন।
✪ সুবেদার বীর প্রতিক আব্দুল আওয়াল
✪ প্রিন্সিপাল মোঃ হুমায়ূন কবির,
সাহেবাবাদ ডিগ্রি কলেজ।
✪ প্রফেসর মজিবুর রহমান
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।
✪ শ্রমিক নেতা ডা.আলী আহমেদ
✪ এম এ কাইয়ূম সরকার
সাবেক মহাসচিব, সি,বি,এ; টি এন্ড টি,বাংলাদেশ।
✪ আলহাজ্ব এ আর মামুন
সাবেক জিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক।
✪ জনাব রফিকুল ইসলাম - সিআইপি ( জসিম)
✪ অধ্যাপিকা শাহীন সুলতানা
(সাবেক) ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে বাংলাদেশের প্রথম নারী। কসবা উপজেলা পরিষদ। অধ্যাপিকা,
কালসার নাঈমা আলম মহিলা কলেজ।
✪ ড. আইয়ুবুর রহমান
✪ প্রকৌশলী ফরিদ উদ্দিন
✪ ব্যারিস্টার মো. সাইফুল ইসলাম
✪ জনাব মুক্তা আক্তার
যুগ্ন জেলা জজ, লক্ষীপুর।
(সাবেক ব্যাংক কর্মকর্তা অলিউল্লাহ ভূইয়ার মেয়ে)
✪ বাংলাদেশের প্রথম রোবটিক সার্জন ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ডাঃ সরকার কামরুন জামান ঝিনুক।
🖼️ তথ্যদাতা:
🎤কথোপকথন:
(১) প্রিন্সিপাল মোঃ হুমায়ূন কবির,
সাহেবাবাদ ডিগ্রি কলেজ।
(২) মোঃ আল আমিন, মান্দারপুর।
সিনিয়র শিক্ষক,
কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়।
(৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকজ সংস্কৃতি (বাংলা একাডেমি)
(৪) মাঠ পর্যায়ে ব্যক্তিগত সংগ্রহ।