তবু তুমি তোমার রমণীকে আদর দিও
আমি ঢাকার বিলবোর্ডে দাঁড়াবো বুক চিতিয়ে
অধরে কামড়ে নেব হীরার খনিও
তবু তুমি তোমার রমণীকে আদর দিও
আমি মুখের সামনে বোতলে তরল দোলাব
তোমার শিশ্নের চেয়েও আকর্ষণীয়
তবু তুমি তোমার রমণীকে আদর দিও
আমি আসবো তোমার বিজ্ঞাপনে-স্বমেহনে
ওড়না-আঁচল-সালোয়ার দেখে নিও
তবু তুমি তোমার রমণীকে আদর দিও
আমি পার্কে স্টেশনে মাঝরাত-মাতোয়ারা
আমার গোপন সঙ্গম দূষণীয়
তবু তুমি তোমার রমণীকে আদর দিও
আমি লজ্জা ঢাকার বিরাম পাইনা যদিও
তবু তুমি তোমার রমণীকে আদর দিও
Still, love your woman
I would pose on Dhaka billboards
My lips would lick diamonds then
Still, you love your woman.
I would cradle liquor bottle
As attractive as your dick
Before my voluptuous face
Still, you take her to the pick.
I would appear to your
TVCs and masturbations.
Picture me in your bed
Still, you kiss on her forehead.
I hang out in parks and
Subways at night
I often live behind red light
Still, you keep her in delight.
Though I don’t have time to be humiliated
Still, you offer her the love she deserves to get.