তোমার কমল হাতে হাতুড়ি
উসখুসে জমাট বাধা চুল,
ধুলা পড়ে জমে যাওয়া দেহে মাটির প্রলেপ
পাথরের ছাচে গড়া মন
উন্মাদ করা বিচ্ছিরি গন্ধ
মিশে যায় যে বাতাসের গায়
আমি নিতে চাই আরও কিছু শ্বাস
তোমার গড়ে যাওয়া পাথরে
দেহে দেহ মিলিয়ে হব স্রষ্টা
গড়ে যাব করুনার ইতিহাস
খড়খড়ি ওঠা ঠোটে, মৃদু হাসি হেসে
কমল হাতের হাতুড়ির শব্দে
পাথরের মনে খোদাই করে
লিখে যেও সে কথা