আমার যতখানি তুমি,
সময় জানে তা অবিনশ্বর।
এ চোখে জ্বলে মরু কবিতার ঝড়
আমি এঁকেছি কত,
নীল আকাশের ঘর।
তুমি কেমন বানিয়ে নিয়েছো
এই চোখের ভেতর,
তোমার মত এক ঘর।
শালুকের ঘরে ফোটে ফুল
আমার ঘরে অঝোর ঝড়।
আমরা বাঁধিনি কোন সুর
তবু এ এক গল্পের ঘর।
এ গল্পে আমরা আজনম অমর।
এখানে যতবার হয়েছি অবরুদ্ধ ,
আমি হারিয়েছি সব নীল,
যতবার আমরা বলেছি বিদায়,
ধ্রুবতারা গেয়েছে শেষ পিদিম,
সে সুরে আমরা বারেবার
“আমাদের” খুঁজে ফিরি।
আমি তোমাতে বিলীন,
দিগন্ত জোড়া দিন।
স্নিগ্ধ ফুলে আমরা,
ফুটিনি কোনদিন।
আমার যতখানি তুমি,
সময় জানে তা অবিনশ্বর।
যখন আমাদের চোখের তারা মেলে,
গোটা ভুবন হারায় হেসে-খেলে,
আমরা, “আমাদের” সেই সুরে খুঁজে ফিরি।
[Hillary Lee Lindsey / Lorraine McKenna / Natalie Nicole Hemby / Stefani J. Germanotta রচিত “always remember us this way” গানটি হতে অনুপ্রাণিত]