পোস্টস

চিন্তা

ভাবলেশহীন জীবন

৮ জুলাই ২০২৪

নাজমুল হোসেন রিফাত

পাতা হতে টুপ করে নিচে পড়া একফোটা

বৃষ্টির পানির মতোই তো আমার ভাবলেশহীন জীবন! 

পাতার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক তো আছেই।

কেননা, আমিই সেই একফোটা পানি-

যেটা মেঘ থেকে ছিটকে এসে মাটিতে মিলিয়ে যাবার, কিংবা-

ময়লার ড্রেনে মিশ্রে যাবার ভয়ে; অষ্টেপৃষ্টে লেপ্টে থাকে,

পাতার গায়ে জড়িয়ে থাকে নিঃশেষ হবার ভয়ে। 

কী আর এমন হয় যদি নিঃশেষ হয়ে যায় মামুলি জীবনখানি!

 

ছন্নছাড়ার জীবনে দমকা হাওয়া আসে অমর প্রেম। 

এই হাওয়া যে কখন সবকিছু তছনছ করে চলে যায়,

এর কোনো নিশ্চয়তা প্রেম দেয় না। 

একটা মৃদু হাওয়া যেখানে ছাড়িয়ে দিবে পাতা থেকে-

সেখানে দমকা হাওয়াকে চেয়েছি আপন করতে। 

চেয়েছি এই হাওয়ায় মিলিয়ে যেতে চিরতরে,

নিজেকে বিলীন করে দিতে অস্বাদের হাওয়ায়। 

 

কেউ-ই আপন করেনি, কেউ-ই আগলে টেনে নেয়-নি 

উষ্ণ কোমল বাহুতে-কোলে-বুকে। 


 

৩০:০৯:২০২৩