Posts

পোস্ট

আমি প্রোডাক্টিভ মানুষদের অনেক বেশি ভক্ত

July 8, 2024

হৃদয় হাসান

আমি ঐসব মানুষেদের ভক্ত,
যারা সবসময় কিছু শিখার/ কিছু জানার ট্রাই করে।ঐসব মানুষ যারা অলস বসে না থেকে সবসময় নিজের জ্ঞানের পরিধিটা বাড়াতে চায়।যারা আমার লাইফে অল্প হলেও ভ্যালু এড করে,যাদের সাথে কথা বলে আমি অল্প কিছু হলেও শিখতে পারি কিংবা যাদের কথা শুনে নিজের ভেতর অল্প  হলেও পরিবর্তন আনতে পারি।  

আমি ঐসব মানুষদের বড় ভক্ত,
যারা একটা ভালো মুভির দেখার পর একটা ভালো বই পড়ার পর আমাকে রেকমেন্ড করে এই মুবিটা দেখ, এই বইটা পড়। 
যারা আমার কছে ভালো মুভির, ভালো বইয়ের সাজেশন চায়।

আমি  ঐসব মানুষের অনেক বড় ভক্ত,
যারা সবসময় আমাকে ইন্সপায়ার করে,আমার কথায় যারা ইন্সপায়ারড হয়।
যারা আমার  ভালো কাজে  আমাকে সাপোর্ট করে,যাদের সকল ভালোকাজে আমি সাপোর্ট করতে পারি।
যারা আমাকে যেকোনো কাজে সৎ পরামর্শ দেয়,যারা আমার কাছে সৎ পরামর্শ চায়। 
সর্বোপরি আমি প্রোডাক্টিভ মানুষদের অনেক বেশি ভক্ত।            

তবে,শুধু একজন মানুষের অন্ধ ভক্ত, থাক সেটা আর পোস্ট না লিখি। 😐

Comments

    Please login to post comment. Login