রাতকে বললাম ধীরে চল,দৌড়াস না।
আমার এখনো নির্ঘুম চোখের ঘুম যে বাকি।
কী জঘন্য আকাশ আজ!
নেই যে চাঁদ,
যাকে দিবো নিজের সব কলঙ্ক।
আবার নেই কোনো তাঁরা,
যাদের দেখানো পথে হারিয়ে যাবো।
ধীরে চল না প্লীজ!
এখনো যে নির্ঘুম চোখের ঘুম বাকি।
চাঁদটার হলো কী,বলবি কি আমায়?
এত কলঙ্ক নিয়ে যে বাঁচতে চাই না আর।