Posts

কবিতা

শিক্ষক

July 8, 2024

খোন্দকার মোহাম্মদ মতিন

66
View

সবার প্রিয়ভাজন আপনি-
মান্যবর গুরুজন!
অনেক কিছু জানান আপনি
জ্ঞানের মহাজন।
অন্ধকারে বিলিয়ে যে যান-
জ্ঞানের আলোকরেখা,
ছাত্র-ছাত্রীর কত্ত কিছু
তাইতো হয় শেখা !
পিতা-মাতার পরেই আপনি
দিলেন মোদের দীক্ষা-
কৌতূহলের খিদে মেটান
দেন জ্ঞানের মশাল ভিক্ষা।
আমরা যখন পথটি ভুলে
গোলকধাঁধায় ঘুরে মরি,
অগ্রপথিক হয়ে আপনি
দেন দেখিয়ে জ্ঞানের তরি।
এমনি করেই শিখতে তো চাই
আমরা ছাত্র-ছাত্রী;
শিক্ষাগুরু আপনি বটে
মোরা আলোর পথের যাত্রী। 

Comments

    Please login to post comment. Login