Posts

চিন্তা

কৃষকের গান

April 26, 2024

Rocky Meraz

Original Author রকি মেরাজ

একদিন আমি কোথাও থাকবো না - বিশাল সমুদ্রের তুচ্ছ জল লবণাক্ত জীবন কিংবা পাহাড়ি বস্তির ছোট্ট ঘর, আমাকে পাবে না কোথাও। 

আমি চলে যাবো একদিন 
মানুষ হেঁটে গেলে মরে যায় সবুজ ঘাস, ধূলোময়লা জমতে থাকে পাতায়, কোকিলা ডাকে ঝোপের আড়ালে, গুনগুনিয়ে কোরআন পড়ে মা। 

তোমাদের প্রেম আমাকে খুঁজে পাবে না 
ষড়ঋতু থাকবে না মরুভূমির তাপে উত্তপ্ত যৌবন গলে যাবে, রৌদ্রদহনে পিচ গলবে, জুতোর সোল আটকে থাকবে , তীব্র গরমে অতিষ্ঠ হবে জনজীবন। 

মসজিদে মসজিদে ইসতেস্কার নামাজ পড়বে মুসল্লিরা, এক পশলা বৃষ্টির জন্য কাঁদবে কৃষক, যে মাঠে বৃষ্টি নামেনি কোনদিন সে মাঠে ব্যাঙের বিয়ে হবে - দূর্বিক্ষের দাড়প্রান্তে দাঁড়িয়ে বুকফাটিয়ে চিৎকার জুড়বে শহরের মধ্যবিত্ত শ্রেণি। 

দূর্বিক্ষের কবলে মৃত্যু হবে আমারও 
ভাতের অভাবে পাকস্থলী শুকিয়ে যাবে 
শহুরে কাক খাবলে খাবে মানচিত্র 
বিরোধী দলের আন্দোলন হবে সর্বত্র
মৃত্যু ক্ষুধা জেগে ওঠবে মানচিত্রে। 

মসজিদে আশ্রয় নিবে কেউ কেউ 
মন্দিরে শাঁখ বাজবে, গীর্জায় নিরবতা।
কুসংস্কার বিদায় হবে পুরোপুরি 
ধর্মের প্রতি প্রেম জাগবে মানুষের 
চোখের জল বাষ্প হয়ে নীলিমায় মেঘ জমাবে, 
টিপটিপ বৃষ্টি হবে -
সবুজ রং গাঢ় হবে ; উদ্ভাসিত যৌবন মুচকি হাসবে।
 
তবে আমি থাকবো না কোথাও -
আমাকে পাবে না খুঁজে চৌরাস্তার কাছে, 
জনশূন্য বাইপাসের ওদিকটাতে, শহরের অলিতেগলিতে, গ্রামের নির্জন পথে - ফসলের মাঠে। 

ঘাম ঝরা হাসির মতো তুচ্ছ আমি 
কাস্তের মতো বাঁকা 
লাঙলের ধারলো ফলা 
আমার বুক চিরে বেরিয়ে যাবে 
রক্তাক্ত হৃদয় ফসল ফলাবে। 


Comments

    Please login to post comment. Login