Posts

ফিকশন

ওয়েস্টরসবাসীর পরিণতি কী হবে? (Premium)

July 8, 2024

ম' সাহেব

0
sold
ওয়েস্টরেস আকাশে আজ দূর্যোগের ঘনঘটা! কে দেবে আশা? কে দেবে ভরসা সিচুয়েশন? একদিকে পিতা ও পুত্র হারানোর বেদনায় ওয়েস্টেরসের আসল উত্তরাধিকার প্রিন্সেস রেনেইরা টার্গেরিয়ান কাতর হয়ে পড়েছিলেন, অপরদিকে কিং ভিসেরিসের বন্ধুরুপী প্রধান উপদেষ্টা বা হ্যান্ড অফ দ্যা কিং কুচক্রি অটো হাইটাওয়ারের ষড়যন্ত্রে রাজক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছিলেন। দুঃখজনক ভাবে এককালের বান্ধবি থেকে সৎ মা বনে যাওয়া রানী এলিসেন্টও তার পিতার ষড়যন্ত্রে তাল মিলিয়ে তার ধ্বজভঙ্গ পুত্র, মদ্যপ, ছাগল এগনকে রাজা বানানোর মিশনে নেমে পড়লেন!

ওয়েস্টরসবাসীর পরিণতি কী হবে? তারা কি আদৌ মুক্ত হবে অবৈধ ক্ষমতাদখলকারীর হাত থেকে? টিম ব্ল্যাকের কুইন রেনেইরা কি পারবে লোহার সিংহাসনে বসতে? তিনি কি পারবেন ওয়েস্টরসের উন্নয়ন করে জনগণের ভাগ্য বদলাতে?

This is a premium post.

Comments

    Please login to post comment. Login