এইসব তপ্ত রোদমাখা দুপুরে
মগডালে ওঠে বসতে ইচ্ছা করে,পাতার আড়ালে
মন চায় কোকিলের মতো ডাক দেই~কুহু।
দখিনা জানালার পাশে বসা কোনো এক নববধূ
দিবে ডাক, আমার তালে তাল মিলায়ে,সন্তর্পণে।
তারপরেই লজ্জায় ঢলে পড়বে স্বামীর বুকে।
মগডালে ওঠে বসতে ইচ্ছা করে,পাতার আড়ালে
মন চায় কোকিলের মতো ডাক দেই~কুহু।
দখিনা জানালার পাশে বসা কোনো এক নববধূ
দিবে ডাক, আমার তালে তাল মিলায়ে,সন্তর্পণে।
তারপরেই লজ্জায় ঢলে পড়বে স্বামীর বুকে।