Posts

কবিতা

সূর্যাস্তের গান

July 8, 2024

মোঃ আল আমিন

200
View

সন্ধ্যা নেমেছে, 
তার সাথে নেমেছে পৌষের কুয়াশারাও;
সূর্যের সাথে সাথে মুছে গেছে পুকুর ঘাটের হিজল তলার ছায়াও,
প্রকান্ড ধানের মাঠ পেরিয়ে_দিগন্তের কাছে পাখিদের মেলা,
আবছা আলোয় অস্পষ্ট নীড়ে ফেরা পাখিদের ঝাঁক_
তবু দূর হতে শোনা যায়,
একটা দুইটা-কয়েকটা ডাহুকের ঘরে ফেরার ডাক।
কুয়াশার সাদাকালো অন্ধকারে_
এখনো তবু ফেরেনি কতক নিঃসঙ্গ বিহগের দল,
মনে হয় যেনো আকাশের গোলকে হারিয়ে গেছে,
আপন ডানায় ভর করে মাথার উপর যেতেছে ভাসি।

মুয়াজ্জিনের আযান ফুরিয়ে অন্ধকার নামলো বলে
নামাজের ডাক আমায় ঘরে ফিরিয়ে নিতে চায়,
একটা নিঃসঙ্গ বিহগের মতো
ঘর নেই তবু ঘরে ফেরার তাড়া।
আর তো না হয়_কে যায়? 
আর কেউ যায় কি?
এমন আনন্দ বিধুর বিষন্ন গোধুলির মাঠ ছেড়ে,
এক কোটি নীড় ফেরা পাখিদের কলতান ছেড়ে?
 

Comments

    Please login to post comment. Login