Posts

কবিতা

বিধুর ফটোগ্রাফ

July 8, 2024

মোঃ আল আমিন

81
View

হয়তো যেদিন ফিরবো কিছুই রবে না পুরনো স্মৃতির মতো 

এই কৃষ্ণচূড়ার শহর মৃত মগডালের কাক চড়ুই,

সোডিয়ামের হলুদ সন্ধ্যা কিংবা মধ্যরাত্রির চায়ের কাপে;

আমার হৃদয়ের অব্যাক্ত গোপন ব্যাথা।

এই মধুর অভিশাপের কিছুই রবে না আর

প্রতিধ্বনিত হয়ে শুধু অস্পষ্ট শোনা যাবে, 

কিছু অতিবাহিত সময়, বন্ধুদের কণ্ঠধ্বনির প্রতিধ্বনিতে,

আমার চিরচেনা যাপিত যৌবনের কোলাহল। 

হয়তো কিছুই রবে না আর এই অনিশ্চিত ভোরের মতো

এই অদৃষ্ট শিশির, ভোরের রানী ফুলের মোহময় রূপ

শুধু রয়ে যাবো ঝরা পাতার পালকের মতো বিবর্তিত আমি 

সময় থেকে দূরে, একাকীত্বের আরো অতলে

এককোটি সোনালী স্মৃতির অ্যালবাম হাতে। 


 

আমাদের যারা মিশে ছিলো চামড়ার মতো 

মিশে হাড় হয়ে উঠেছলো আমাদের মেরুদন্ডে,

আমাদের সাথে যারা গড়াগড়ি দিয়ে হেসেছিলো,

কেঁদেছিলো_খেলেছিলো কাঁদামেখে গাছের ডালে

তাদের কেউকি নেই! 

আমাদের ধুলোওড়া রাজপথের মিছিলে,

বুলেটে স্লোগানে আমাদের যারা ঢাল হয়ে উঠেছিলো জীবনের

তিমির রাত্রির দুঃসাহসিক সারথি থেকে 

হৃদয়ের কোনে বসতি গেঁড়ে 

আমাদের যারা ভাই, বন্ধু, প্রিয়তমের মতো আপনজন হয়ে উঠেছিলো

বেঘোর জ্বরে, মনভাঙ্গার দুঃসহ আঁধারে

যারা আলোকবর্তিকা নিয়ে এসেছিলো 

তারা আজ আলো হয়ে কোন নক্ষত্রে হারিয়েগেলো?

Comments

    Please login to post comment. Login