Posts

কবিতা

কবিতা

July 8, 2024

Istiak Hasan

60
View

                 ভুলে যাবো

              ইসতিয়াক হাসান

ভাবছি  ভুলে যাবো , তোমার নূপুর পায়ে হাঁটার দৃশ্য।
যেভাবে শীতের রুক্ষতা ভুলে যায় বসন্তের আগমনে।

ভাবছি ভুলে যাবো , তোমার মুচকি হাসি।
যেভাবে ভুলে যায় গ্রীষ্মের খরতা বর্ষার আগমনে ।

ভাবছি ভুলে যাবো গোধূলি বিকেল,ট্রেন লাইনের ধার বেয়ে হাঁটা । 
যেভাবে আমি ভুলে যায় আমাকে ‌ ।

Comments

    Please login to post comment. Login