Posts

পোস্ট

কাকের ইনসোমনিয়া

July 8, 2024

Shumon Masum

কাক যদি রাতের বেলা ডাকে/ তবে নাকি সেই কাকের ইনসোমনিয়া আছে/

অনেক মানুষের কিন্তু রাত জাগার অভ্যাস আছে/ কিছু মানুষ আছে সারা রাত্রে ফোনে কথা বলা/

ব্যাপারটা খুবই বিরক্তিকর/যে নিজের শরীরের ভালো বুঝে না/ তার নীতি বাক্য বাহুল্য/

লেখকদের মধ্যে ইনসান নিয়ে বেশি থাকে/আমাদের দেশে অনেক ভালো রাইটার আছে/

তারা কি কাক পক্ষীদের নিয়ে কোন লেখা লিখছে? কাকের বিষয়ে কিছু কবিতা খুঁজছিলাম/

কাকের বিষয়ে আর্টিকেল আছে কিন্তু তেমন কোন কবিতা নেই/কাক অতি বিচক্ষণ প্রাণী তার তো ইনসোমনিয়া হওয়ার কথা না/

 আল্লাহ সবাইকে এ ধরনের রোগ থেকে দূরে রাখুক/

Comments

    Please login to post comment. Login