Posts

নিউজ

শিল্পকলা একাডেমিতে লিটল ম্যাগাজিন প্রদর্শনী, সম্মাননা পাচ্ছেন ৯ সম্পাদক

July 8, 2024

নিউজ ফ্যাক্টরি

218
View

বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন প্রদর্শনীর আয়োজন এবং সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে। লিটল ম্যাগাজিন সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৯ জন সম্পাদককে দেওয়া হচ্ছে শিল্পকলা একাডেমির ‘লিটল ম্যাগাজিন সম্মাননা-২০২৪’।   

১০ জুলাই, বুধবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্পাদকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।   

এই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এছাড়া আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক আবদুস সেলিম। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানের সভাপতি হিসেবে থাকছেন। 

অনুষ্ঠানে সম্পাদকদের সম্মাননা প্রদানের পাশাপাশি আয়োজন করা হবে লিটল ম্যাগাজিন প্রদর্শনী।

১০ থেকে ১৬ জুলাই জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারিতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে।    

Comments

    Please login to post comment. Login