Posts

কবিতা

সব দেখা এক নয়

July 9, 2024

Sanzana Akter Mim

119
View

সব দেখা এক নয়

~সানজানা আক্তার মিম

যখন দেখবে,

আমি হাসছি, আমি হাসছি না,

যখন দেখবে,

আমি কাঁদছি, আমি কাঁদছি না।

সুখের দিনেও আমি সুখী নই,

দুঃখের সাগরেও প্লাবিত নই!

যখন দেখবে,

আমি অভিমানী, কোনো অভিমান নেই,

যখন দেখবে,

আমি প্রেমিকা, কোনো প্রেম নেই।

আমায় নিয়ে করো না কোনো অনুমান,

পাবে না আমার মনের সন্ধান!

শুধু ধুলিমাখা ঝড়ে আটকে হয়ে যাবে বিষন্ন,

আর নিঃসাড় রয়ে যাবে তোমার অপরাহ্ন।

যখন দেখবে,

আমার মুচকি হাসি তোমার মন কেঁড়েছে,

তখন বুঝে যাবে,

মারণজাল তোমার তরে ফাঁদ পেতেছে।

জানিয়ে দিতে চাই তোমায় আমার সকল রহস্য,

পাছে তুমি আগামীতে হয়ে যাও হাসির পাত্র!

যখন দেখবে,

তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, যদিও দিয়েছিলে লাঞ্ছনা,

শুধু মনে রেখো,

তোমার মতন নয় আমার বিবেচনা!

Comments

    Please login to post comment. Login